গ্লোবাল ক্লাইমেট একশন উইক পালনের লক্ষ্যে ভোলায় প্রস্তুতি সভা

0
368

স্টাফ রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তন জনিত সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ ও জলবায়ু সুরক্ষার দাবিতে  গ্লোবাল ক্লাইমেট একশন উইক-২০১৯ ও জলবায়ু অবরোধ কর্মসূচী পালনের জন্য ভোলায় ইয়ুথ পাওয়ার এর সম্মনয়ে কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুইন আইল্যান্ড হোটেলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এতে আগামী ২২ সেপ্টেম্বর (রবিবার) সকলে সকল স্কুল কলেজের শিক্ষার্থী ও তরুনদের অংশ গ্রহনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করার সিদ্ধান্ত নেয়া হয়ছে। পাশাপাশি গ্লোবাল ক্লাইমেট উইক উপলক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে জেলে ও কৃষকদের সাথে জলবায়ু  পরিবর্তন বিষয়ে  আলোচনা সভা,শিশুদের চিত্রা অংকন প্রতিযোগীতা,জলবায়ু সচেতনতায় স্কুল ও কলেজ ক্যাম্পেইন, স্কুল কলেজের শিক্ষার্থী ও তরুনদের অংশ গ্রহনে জলবায়ু অবরোধ কর্মসূচী,বিতর্ক প্রতিযোগীতা,ঝুকিঁপূর্ন স্কুলে মানববন্ধন,বৃক্ষরোপন কর্মসূচী,ভিডিও প্রর্দশনী সহ নানা আয়োজন রাখা হয়েছে। এ কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা ও শিশুদের নিরাপদ ভবিষ্যতের সুরক্ষায় ভবিষ্যৎ এবং প্যারিস চুক্তির বাস্তবায়নের দাবি জানানো হবে। প্রস্তুতি সভায় ইযুথ পাওয়ার ইন বাংলাদেশ এর প্রধান সম্মনয়কারী আদিল হোসেন এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন হেল্প এন্ড কেয়ার এর সভাপতি রাকিব উদ্দিন অমি, ভোলা কলেজ বিএনসিসি প্রতিনিধি ইকবাল হাসান রাফি, ভোলা কলেজ রোভার স্কাউটস প্রতিনিধি রাকিব হোসাইন,জয়ন্ত চন্দ্র সোমদ্দার,রেড ক্রিসেন্ট প্রতিনিধি সাদ্দাম হোসেন,জান্নাতুল আইরিন,আব্দুল্লাহ আল নোমান,আল-অমিন,মহিলা কলেজ বিএনসিসি প্রতিনিধি উম্মে সুমাইয়া,রিক্তা বেগম,স্বপ্নিল শিশু কিশোর সংগঠন প্রতিনিধি আরিফুর রহমান মিম,শঙ্খচিল রবিন শর্মা, ভোলা মানব কল্যান যুব সংঘ প্রতিনিধি  মো: আরিফ প্রমুখ।

LEAVE A REPLY