কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ইলিশ মাছসহ জেলে আটক

কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ইলিশ মাছসহ জেলে আটক

0
709

ভোলা নিউজ ২৪ ডটনেট: “মা ইলিশ রক্ষা পরিচালনায় কোস্ট গার্ড দক্ষিণ জোন তৎপর ভূমিকা পালন করছে। এর প্রেক্ষিতে ১ অক্টোবর কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থানাধীন খেয়াঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপসহ আনুমানিক ১হাজার কেজি অবৈধভাবে মজুদকৃত ইলিশ মাছ জব্দ করে। যার আনুমানিক মূল্য সতের লক্ষ। আটককৃত ইলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও গরীব দুস্থঃদের মাঝে বিতরণ করা হয়।

অন্যদিকে “মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” এর অংশ হিসেবে সিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক পাথরঘাটা থানাধীন বিষখালী নদী হতে ৬ জন জেলে, ৩টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ১০ হাজার মিটার ইলিশ মাছ ধরার জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ৫ জন জেলের ২ বছর করে কারাদন্ড ও ১ জন জেলের ৫হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত নৌকা ও জাল ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছ এতিমখানা ও গরীব দুস্থঃদের মাঝে বিতরণ করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY