ইয়াছিনুল ঈমন: ভোলা জেলা মৎস্য বিভাগের সহযোগিতায় ইউএসএআইডি’র অর্থায়নে ওর্য়াল্ডফিশ বাংলাদেশ এবং কোস্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ইকোফিশ প্রকল্পে ভোলায় ইলিশায় ইলিশ সংরক্ষনে সহ-ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মংগলবার দুপুর ১২ টায় ইলিশা ইউনিয়ন পরিষদে ইলিশা ইউনিয়নের চেয়্যারমান মো: হাসান মিয়ার সভাপতিত্বে এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ম্যানেজার টি, এস সোহেল মাহমুদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকতা মো’ রেজাউল করিম,কোস্ট গার্ড ক্যাপ্টেন মো: রেদওয়ান সহ উক্ত ইউনিয়নের মেম্বার, জেলে সহ সচেতন জনগন।
সভায় বক্তারা আগামী ১লা অক্টোবর থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত সবাইকে ইলিশ ধরা থেকে বিরত থাকার আহবান জানান।বক্তারা আরো বলেন আপনারা সকলে যদি সরকারকে সহযোগিতা করেন, মা ইলিশ রক্ষা করেন, জাটকা ইলিশ সংরক্ষন করেন তাহলে ভোলা হবে বাংলাদেশ ইলিশের অঞ্চল আর বাংলাদেশ বিশ্বে রুপালী ইলিশের দেশ হিসাবে বিশ্বে জায়গা করে নিয়েছে।বাংলাদেশ ইলিশের জি,আি,পি পেয়েছে।তাই সবাই এই ২২ দিন ইলিশ ধরা থেকে বিরত থাকবেন পাশাপাশি ইলিশ সংরক্ষনের জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করব, জেলেদের আরো সচেতন হতে হবে।













