আসছে ৪ শৈত্যপ্রবাহ, বজ্রঝড়েরও সম্ভাবনা

0
198

ভোলা নিউজ২৪ডটনেট।। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে তিন শৈত্যপ্রবাহ পড়বে। যার রেশ থাকবে ফেব্রুয়ারিতেও।

আবহাওয়া অফিস বলছে, জানুয়ারিতে ছোট-বড় তিনটি এবং ফেব্রুয়ারিতে আরো একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের উপর দিয়ে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, এ মাসের শেষ দিক থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আর ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্রঝড় হতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সভাপতি ও অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে ২ জানুয়ারি সভা শেষে প্রতিবেদনে এতথ্য জানানো হয়।শনিবার এদিন সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি।এদিনের পূর্বাভাসে জানানো হয়, রাতে তাপমাত্রা কমে যাচ্ছে ১-৩ ডিগ্রি। আগামী তিনদিনে তাপমাত্রা আরো কমে যাবে। চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর মধ্যরাত থেকে কুয়াশা পড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর পরিচালক সামছুদ্দিন জানিয়েছেন, জানুয়ারিতে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তিনি জানান, এ মাসে ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২টি তীব্র শৈত্যপ্রবাহ রূপ নেবে। এসময় তাপমাত্রা কমে দাঁড়াবে ৪-৬ ডিগ্রি।ফেব্রুয়ারের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে ১টি মৃদু (৮-১০) বা মাঝারি (৬-৮) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের প্রথমার্ধে নদ-নদী অববাহিকা এবং অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY