ভোলা নিউজ ২৪ডটনেট।।মনোনয়ন বাতিলের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত শুনানির প্রথম দিন সকালেই আত্মপক্ষ সমর্থনের ডাক পেয়েছিলেন বহুল আলোচিত বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক আশরাফুল আলম অরফে ‘হিরো আলম’। এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা আমাকে তো কোর্টে-ই যেতে দিবেন না।’
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের এজলাসে থেকে তার প্রার্থিতা বাতিলের রায়ের কপি সংগ্রহ করতে গিয়ে এমনভাবেই নির্বাচন কমিশন কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হিরো আলম বলেন: আমি অসহযোগিতার অভিযোগ করছি না। কিন্তু যদি শনিবার আমাকে রায়ের কপি দেওয়া হয় আমি কিভাবে আদালতে যাবো। এমনটা হলে আমি বলবো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
সকাল থেকেই যারা নির্বাচন কমিশনের আপিলে অবৈধ বিবেচিত হয়েছেন সঙ্গে সঙ্গেই রায়ের কপি চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করে গেছেন। কিন্তু সে প্রক্রিয়া অনুসরণ না করেই রায়ের কপি চাইতে দেখা গেছে তাকে।
শেষ পর্যন্ত একজন আইনজীবীর সহায়তায় সিইসি বরাবর রায়ের কপি চেয়ে দরখাস্ত জমা দিয়ে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয় ছাড়েন হিরো আলম।