ভোলা নিউজ২৪ডটকম।। আজ থেকে কুয়েতের সব মসজিদ জুমার নামাজের জন্য খোলা থাকবে। করোনা মহামারির কারণে মার্চ মাস থেকে কুয়েতের সব মসজদি বন্ধ ছিল। আজ শুক্রবার প্রথম বারের মতো জুমার নামাজের জন্য খোলা হয়।কুয়েত টাইসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কুয়েতের বিভিন্ন স্থানের প্রায় এক হাজারের বেশি মসজিদ গত তিন মাস যাবত বন্ধ আছে। আজই প্রথম বারের মতো শর্ত পূরণ সাপেক্ষে জুমার নামাজের জন্য তা খোলা হয়েছে।মসজিদে গমনের জন্য বাসায় অজু সম্পন্ন করে সামাজিক দূরত্ব বজায় রেখে জায়নামাজসহ মসজিদে আসতে হবে। নামাজের ৩০ মিনিট আগে মসজিদ খোলা হবে এবং নামাজের ১৫ পরই আবার বন্ধ করা হবে। আর নামাজের সময় ১৫ মিনিটের চেয়ে বেশি হবে না। অসুস্থ ব্যক্তি ও ১৫ বছরের নিচের কাউকে মসজিদে আসতে বারণ করা হয়েছ।গত জুন মাসে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় কিছু প্রত্যন্ত অঞ্চলে কয়েকটি মসজিদ খোলার অনুমতি দিয়েছিল। তবে তাতে জুমা আদায়ের অনুমতি ছিল না।