আগামী শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ( বিকেএসপি) অনার্স এবং মাস্টার্স কোর্স চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি অনার্স ও মাস্টার্স শ্রেণির বিষয় ও সিলেবাস নির্বাচনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনুসরণ করার সুপারিশ করে।
মঙ্গলবার (৮ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয় ও নুরুল ইসলাম তালুকদার অংশগ্রহণ করেন।
বৈঠকে জানানো হয়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কর্মসংস্থান ব্যাংক মোট ৪ লাখ ৬৬ হাজার ৮০৭ জন উদ্যোক্তা তৈরি করেছে এবং ১৬ লাখ ৮৫ হাজার ১৭৩ জনকে ঋণপ্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছে। চলতি অর্থবছরে কর্মসংস্থান ব্যাংক থেকে ৯৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয়।
বৈঠকে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা যাতে ঋণ সহযোগিতা পায়, সেজন্য প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করার পরপরই কর্মসংস্থান ব্যাংকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ এর ওপর আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারে জটিলতা নিরসন করে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখার সুপারিশ করা হয়।