“অলস”/ছানাউল্লাহ মাহমুদ খান

0
632

আমি বসি মাঠে-ঘাটে হাটি লোকান্তরে,

ভালবাসি আমি যেতে সবার পরে,

কারন আমি অলস সবকিছুতেই নিস্তব্ধ,

সুখে কিংবা দুঃখে কোন কিছুতেই নেই আমার শব্দ,

অলসের মুখে যতটুকু হাসি অন্তরে ততটুকুই কষ্ট আর হাহাকার,

মুহূর্তেই ছিন্ন বাঁধন ভালবাসা মায়া আর মমতার,

অলসতা নিয়ে বেচে থাকা যেন আত্নাহীন দেহ,

কখনো খুজে পায়নানির্দিষ্ট লক্ষ্য,

তাই, কবির ছন্দে পাখির কন্ঠে একটিই সুর,

সফলতার জন্য অলসতা করতে হবে দূর।

লেখক,  ছানাউল্লাহ মাহমুদ খান ভোলা সরকারি কলেজ দ্বাদশ শ্রেনী মানবিক শাখা  ।

LEAVE A REPLY