আরিফ উদ্দিন রনি ।। মেঘনা ও তেতুলিয়া নদীর ২৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়শ্রম ঘোষনা করেছে মৎস্য অধিদপ্তর। এই সময় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
গতরাত ১২টার পর থেকে চাঁদপুর থেকে মেঘনা এবং তেতুলিয়া নদীর ২৯০কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়শ্রম ঘোষনা করেছে সরকার। এই সময় এই এলাকায় আগামী ৩০ এপ্রিল রাত ১২ পর্যন্ত দুই মাস সকল ধরনের মাছ ধরাকে নিষিদ্ধ করা হয়েছে।
এই সময়ের মধ্য অত্র এলাকার অভয়াশ্রম সংশ্লিষ্ট এলাকায় মাছ কেনা-বেচা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০-এর ১৩ ধারা অনুযায়ী মৎস্য অধিদপ্তর ওই নিষেধাজ্ঞা জারি করছে।
নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ইলিশ অভয়াশ্রম গুলো হলো চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেক্সান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১শ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার এবং ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা।