মুচলেকায় মুক্ত বোরহানউদ্দিনের ২২এসএসসি পরীক্ষার্থী

0
3

বোরহানউদ্দিন সংবাদদাতা ::  ভোলায় মুচলেখার মাধ্যমে ২২জন এসএসসি পরীক্ষার্থি ছেড়ে দিয়েছে পুলিশ। তবে বলা হয়েছে আইনশৃংখলার অবনতি কিংবা সমাজের বিশৃংখলা সৃস্টিকারী কাউকেই ছাড় দেয়া হবে না।

 

থানা পুলিশ সুত্র  মতে,ভোলার বোরহানউদ্দিনে একটি পিকআপ ভ্যানে উচ্চ স্বরে গান বাজিয়ে তাতে চড়ে শহরে ঘুরছিল ২২জন এসএসসি পরীক্ষার্থী। বিষয়টি পুলিশ সদস্যদের নজরে আসলে তারা ওই পিকআপটি আটক করে। পরে সড়ক আইনে মামলা দেয়। শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বিষয় পুলিশ সুপারের নজরে আসলে তারই নির্দেশে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া।

ওসি মো. মনির হোসেন বলেন, ‘জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে মঙ্গলবার উচ্চ স্বরে গান বাজানোর অপরাধে ২২জন এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে রাতেই তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে আটক এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটির নামে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা-পুলিশ পিকআপটিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

 

LEAVE A REPLY