ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ,গাড়ী ভাংচুর,ককটেল বিস্ফোরন

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ,গাড়ী ভাংচুর,ককটেল বিস্ফোরন

0
3925

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে ভোলায় বিএনপি ঝটিকা মিছিলি করেছে। এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে এবং বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। বিস্ফোরন ঘটনায় ককটেলের। জবাবে পুলিশ টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আজ দুপুরের পর জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় বেগম খালেদা জিয়াকে ৫বছরের সাজা দেয়ার পর পরই ভোলার বিএনপি বিক্ষোভে ফেটে পরে। তারা শহরের দরগা রোড, ওয়েস্টার্ন পাড়া,উকিল পাড়াসহ বেশ কয়েকটি স্থানে মিছিল করে। এসময় মিছিলকারীরা রাস্তায় রিক্সা,বোরাকসহ গাড়ী ভাংচুর করে। পুলিশ ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটলে ছোড়ে। পুলিশ টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোড়ে।

বরিশাল দালানের সামনে এ গুলির ঘটনা ঘটে। পরে ঐ পুলিশ সদস্যকে দেখা যায় রাস্তায় পড়ে থাকা গুলির খালি খোশা কুড়িয়ে নিতে। তবে এঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপি মিছিল এবং ককটেলের বিস্ফোরন ঘটালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছুটে আসে। তারা ভোলা শহরে মিছিল করে। একই সাধে দুর্নীতি বিরোধী স্লোগান দেয়। ভোলা সদর মডেল থানার ওসি মোঃ ছগির মিয়া বলেন,পুলিশ কোন টিয়ারসেল কিংবা শর্টগানের গুলি ছোড়ার বিষয় আমার জানানেই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY