মো: আফজাল হোসেন,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলায় ঝড়ো আবহাওয়ার মুখে সাগর মোহনায় পৃথকভাবে জেলেদের তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ ১৮ জেলেকে পরে উদ্ধার করে অন্য জেলেরা।
গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন সাগর মোহনায় ওই তিন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটে।
জানা যায়, প্রথম ট্রলারটি ডোবে বুধবার গভীর রাতে। সে সময় মো. বাশার মাঝির ট্রলার ছয়জন জেলেসহ ডুবে যায়। এরপর আজ সকালে ডাকাতিয়া ডুবোচর এলাকায় হঠাৎ ঝড়ো বাতাসের কবলে পড়ে আরো ছয় মাঝি-মাল্লা নিয়ে ডুবে যায় মো. রুবেলের একটি ট্রলার। তৃতীয় ট্রলারডুবির ঘটনাটি ঘটে সকাল ১০টার দিকে। ছয় জেলেকে নিয়ে সে সময় ডুবে যায় রবিউল মাঝির একটি মাছ ধরা ট্রলার।
এসব ঘটনার পর অন্য জেলেরা পাঁচ-ছয়টি ট্রলার নিয়ে প্রায় ছয়-সাত ঘণ্টা চেষ্টা শেষে নিখোঁজ ওই ১৮ জেলেকে উদ্ধারে সক্ষম হয়।
এ ব্যাপারে ঢালচরের আড়ৎদার ও মাছ ব্যবসায়ী মো. আলম ফরাজী জানান, অন্যসব দিনের মতোই আজও জেলেরা সাগর মোহনায় মাছ ধরছিল। কিন্তু হঠাৎ করেই ঝড় শুরু হয়। কিছু বুঝে উঠার আগে ডুবে যায় ট্রলারগুলো। দূরে মাছ ধরতে যাওয়া অপর ট্রলারের জেলেরা পরে এসে অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে।