ভোলার মেঘনার জেলেদের মাঝে কম্বল বিতরন

0
84

ভোলা নিউজ ২৪ডটকম ॥ ভোলায় প্রচন্ড শৈত্যপ্রবাহের ফলে যখন মানুষ দিশেহারা তখন জেলা প্রমাসনের সহযোগীতায় উপজেলা মৎস্য অফিস জেলেদের মাঝ কম্বল বিতরন করেছে।

আজ দুপুরে মেগনা নদীর ভোলার খাল,কাঠির মাথাসহ বেশ কয়েকটি পটে জেলেদের মাঝে এই কম্বল বিতরন করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান ও সম্প্রসারন কর্মকর্তা প্রতিক দে এই কম্বল বিতরন করেন। এছাড়াও জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ কর্মচারিরা উপস্থিত ছিলেন। প্রায় দুই শতাধিক জেলেদের হাতে কম্বল তুলে দেয়া হয়।

LEAVE A REPLY