ভোলার ইলিশায় পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫ম ধাপে অসহায় ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

0
315

এম শাহরিয়ার জিলন।। ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে ৫ম ধাপে অসহায় ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে ‘পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন’। নভেল করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল২০) ভোলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের অসহায়, দুস্থ, দিনমজুর ও কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

ভোলা নিউজ২৪ডটকম

পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্ব একঝাঁক উদীয়মান সদস্যরা এই ত্রান সামগ্রী বিতরন করেন।
মোঃ আনোয়ার হোসেন বলেন, দেশের এই দুঃসময়ে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায়, দুস্থ, দিনমজুর ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে আসছি। আমরা ৫ম ধাপে প্রায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি।
পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন পক্ষ থেকে ইতিপূর্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের হাট-বাজার, ফেরীঘাট এলাকায় জীবানুনাশক স্প্রে করা হয়েছে। এছাড়াও, মাইকিং, লিফলেট বিতরণ, অবৈধ ইঞ্জিন চালিত বোটে মানুষের প্রবেশ প্রতিরোধ সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। দেশের এই ক্লান্তিকালে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন এর সদস্যরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাবে বলে তিনি জানান।

LEAVE A REPLY