ভাসমান জেলেদের হাতে গভীর রাতে কম্বল তুলে দিলেন ভোলার জেলা প্রশাসক

0
3

 

মোহাম্মদ আলী,ভোলা নিউজ ২৪ ডটকম:: গুড়ি গুড়ি বৃস্টি আর কনকনে ঠান্ডার মাঝেই মাঝরাতে একখানা কম্বল পাওয়া যায় তখন মনে হয় আল্লাহর বিশেষ রহমত আমার জন্য এসেছে। আর এমনই ঘটে মেঘনা নদীর ভাসমান জেলে ও বেড়িবাঁধের ঢালে বসবাসরত মানুষ গুলোর কাছে। রাতে যখন সবাই ঘুম তখনই ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহান শীত থেকে রক্ষায় অসহায় এসব মানুষদের কাছে কম্বল নিয়ে ছুটে যান।

 

গভীর রাতে ভোলা সদর উপজেলার শীবপুর ইউনিয়ের মেঘনা নদীর পাড়ে ভোলার খাল নাম্ক স্থান ছুটে যান ভাসমান জেলে পরিবার গুলোর কাছে। এসব অসহায় মানুষের জেলা প্রশাসক মো: আজাদ জাহানকে পেয়ে খুশিতে মশগুল। শীতের কম্বল আর তা জেলা প্রশাসকের হাতে এটা যে মনে রাখার মত। নিজ হাতে দিলেন ২শত পরিবার এর হাতে কম্বল তুলে। এসময় ভাসমান জেলেরা বলেন,আমরা কল্পনা করতে পারছি না,জেলা প্রশাসক স্যার এভাবে কাছে এসে কম্বল দিবেন তা সত্যি কল্পনার বাহিরে। তারা গভীর রাতে হাত তুলে দোয়া করেন তার জন্য।

 

একই সময় বন্যা নিয়ন্ত্রন বাঁধের ঢালে বসবাসকারী মানুষ গুলোর পাশে কম্বল নিয়ে দাড়ালেন জেলা প্রশাসক। প্রত্যেকের ঘর ঘরে গিয়ে দরজার কড়া নেড়ে কম্বল তুলে অসহায়দের হাতে। এসময় সকলেই জেলা প্রশাসকের জন্য দোয়া করে বলেন,মেম্বার চেয়ারম্যানরা কখনোই এভাবে কম্বল দেননি।

 

এদিকে জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন,আমি আরামে থাকবো আর আমার জেলার মানুষ ঘরের পাশেই তারা শীতে কস্ট পাবে তা কি করে হয়। জেলা প্রশাসক হিসেবে এটা আমার জন্য একটা বেদনার। তাই রাতে ঘরে ঘরে গিয়ে অসহায় এবং ভাসমান জেলে পরিবার গুলোর হাতে কম্বল তুলে দিয়েছি। যাতে শীতে কস্ট না পায়।

LEAVE A REPLY