স্টাফ রিপোর্টার।। ভোলা পৌর সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২৬শে আগষ্ট রবিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। ভোলা পৌর সভার ৩৫ হাজার নাগরিকের হাতে তুলে দেয়া হবে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড। এ সময় পৌর মেয়রের সহধর্মীনি মারিয়া জামানসহ ভোলা পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌরবাসীর কষ্ট লাঘবে পৌর ভবন চত্বরে করা হয়েছে প্যান্ডেল। আয়োজন রয়েছে জনপ্রতি বোতলভর্তি খাবার পানি, রয়েছে চা-বিস্কুট। প্লেটে সাজানো পান-সুপারি। রয়েছে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা। পৌর মেয়র. কাউন্সিলর, স্টাফ ও স্বেচ্ছাসেবকরা নাগরিকদের এ সেবা প্রদাণ করেন। নির্বাচন অফিস দ্রুততায় স্মার্ট-কার্ড বিতরণে সফলতার প্রমান রাখছেন।