বৃদ্ধাশ্রম।। লেখক : ছানাউল্লাহ মাহমুদ খান

0
1320

“বৃদ্ধাশ্রম”
লেখক : ছানাউল্লাহ মাহমুদ খান

প্রথম বার বৃদ্ধাশ্রমে যাওয়ার অভিজ্ঞতা,
বৃদ্ধাশ্রমের লোকগুলোতে লাগল বুকে ব্যাথা,
কারা এই মা-বাবাগুলোর অভাগা সন্তান,
তাদের মধ্য নেই কোন মনোষত্বর প্রান?

এখানে কেউই নেই, যত্ন নিবে বৃদ্ধা মা-বাবার,
কে তুলে দিবে তাদের মুখে খাবার,
তাদের এখন চলেনা দু’পা চলেনা হাত,
চোখের জলে বৃদ্ধা মা-বাবার কেটে যায় রাত।

ছোট বেলায় সন্তানের অসুস্থায় মা-বাবা ছিল সজ্ঞী,
এখন তাদের সজ্ঞী বৃদ্ধাশ্রমের বিছানা আর মশারি,
সন্তানের এখন আছে বউ ছেলে মেয়ে কত,
দুনিয়ার এই জিবনে পাপে ডুবতে পারো যত।

মা-বাবা সর্বোত্তম, তাদের দোয়া ছাড়া,
পার হতে পারবেনা পরপাড়ের বাধা,
মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ রাখা,
মায়ের দোয়া ছাড়া জিবনটা হয়ে যাবে আকাবাকা।

ছোটবেলায় সন্তানকে এত কষ্টে বড় করে,
সেই সন্তানই বাবামাকে আশ্রমে রেখে আশে পড়ে,
পড়ালেখার টাকা,চিকিৎসা,বস্ত্র সব বাবার কঠোর শ্রমে,
বৃদ্ধাকালে আমাকেওতো আসতে হতে পাড়ে বৃদ্ধাশ্রমে।

লেখক : ছানাউল্লাহ মাহমুদ খান, ভোলা সরকারি কলেজ দ্বাদশ শ্রেনী  মানবিক শাখা।

LEAVE A REPLY