বাংলাদেশের সিরিজ জয়ের কথা শুনে বিস্মিত স্মিথ

0
470

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ২-০তে জয়ের আশাবাদ দেখিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কদিন আগে কোচের করা এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ, কথাটা শুনে বিস্মিত অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।

বাংলাদেশ দলের এই আত্মবিশ্বাস দেখে বিস্মিত স্মিথ বলেন, ‘আমি শুনেছি বাংলাদেশ ২-০তে সিরিজ জিততে চায়। আমার কাছে মনে হয় এটি আত্মবিশ্বাসী ঘোষণা। তাদের এই মন্তব্য আমাকে কিছুটা বিস্মিত করেছে। তা ছাড়া তারা ১০০ টেস্টের মধ্যে মাত্র নয়টিতে জিতেছে।’

তবে বাংলাদেশ দলের দৃঢ় আত্মবিশ্বাসের যৌক্তিক কারণও দেখেছেন এই অসি অধিনায়ক, ‘ঘরের মাঠে খেলবে তারা। স্বাভাবিক কারণে তারা খুবই আত্মবিশ্বাসী। তা ছাড়া নিজেদের মাটিতে বেশির ভাগ দলই ভালো খেলে থাকে। বাংলাদেশ দলও সম্প্রতি খুবই ভালো খেলছে।’

অবশ্য কছুদিন আগে ভারত সফর করে আসার অভিজ্ঞতা এই সিরিজে কাজে আসবে বলে মনে করেন স্মিথ, ‘ভারতে আমরা যা শিখেছি, এই সিরিজে সেটি দেখার ভালো সুযোগ আমাদের সামনে। তবে সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার বিশ্বাস।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল রোববার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টায়। এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪-৮ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

LEAVE A REPLY