চরফ্যাশনে ৮ জেলের জড়িমানা

0
467

চরফ্যাশন প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে মা ইলিশ শিকারের জন্য প্রস্তুতির দায়ে ৮ জেলেকে জড়িমানা করা হয়েছে। রবিবার সন্ধায় নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এ জড়িমানা করেন।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, রবিবার ১অক্টোবর সন্ধা সাড়ে ৭ দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ইলিশ শিকারের প্রস্তুতি কালে ১টি ইঞ্জিন চালিত ট্রলার, ১২ ফুট জাল ও ৬০০ টি পুলটসহ ৮ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের রাতেই নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালতে হাজির করলে তাদের জেলে প্রত্যেকে ৫হাজার টাকা করে জড়িমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করায় জব্দকৃত মালামালসহ সকল আসামীকে ছেওে দেওয়া হয়।

LEAVE A REPLY