ইসিতে গিয়ে গাজীপুরের এসপিকে প্রত্যাহারের দাবি জানাল বিএনপি

0
309

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। গাজীপুরের পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) কাছে এ দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

আগামী মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর দুদিন আগে নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানাল বিএনপি। গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন হারুন অর রশীদ।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা যত সমস্যা। আমরা তাঁর প্রত্যাহারের দাবি জানিয়েছি।’

সংবাদ সম্মেলন শেষে ওই পুলিশ কর্মকর্তার নির্দিষ্ট করে নাম জানতে চাইলে মঈন খান বলেন, ‘আমরা গাজীপুরের পুলিশ সুপার হারুনের প্রত্যাহারের দাবি জানিয়েছি।’ তিনি আরো বলেন, ‘গাজীপুরের নির্বাচন যদি নিরপেক্ষ না হয় তাহলে তার প্রভাব সারা দেশে পড়বে এমনকি জাতীয় নির্বাচনেও পড়বে।’

সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। এদিকে ওই পদে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে লড়ছেন জাহাঙ্গীর আলম।

LEAVE A REPLY