পাথরের ধ্বনি

0
68

এআর সোহেব চৌধুরী।।

শুকনো পাতার মতো মর্মর অনুভূতিতে
পাথরের ধ্বনি আমায় ঠুকরে কাদায়।
হৃদয় নিংড়ানো অনুভূতির কথা নাই-বা বলা হোক তাহারে।

ডাইরির পাতাখানি খালি থাকুকনা,
কলম না হয় খুঁজে পাইনি কোথাও;
মন তোমারে মিথ্যে বলে শান্তনা দেই বারেবার।
অবুঝ থাকুক কচি সবুজ পাতার মতো
কৃষ্ণচূড়ার ফুল আর কবিতার গান।

আমার শূন্য হৃদয় জানে যুগান্তরের ব্যথা ভুলিনাই,
তবে ভুলিতে চাই পিঞ্জর ভাঙ্গা সেই পাখির কথা।

শিমুলের দিনে ফিরে আসে সে কালাবনের রক্তাক্ত শিমুলের ডালে,
কথা কয় কার সনে আমার অগোচরে!
আমি না হয় শুনিনি তাহার কথা।

শুকনো পাতার মতো মর্মর অনুভূতিতে পাথরের ধ্বনি আমায় ঠুকরে কাদায়।
হৃদয় নিংড়ানো অনুভূতির কথা নাই-বা বলা হোক তাহারে।

আহারে; তবুও ভালো থাকুক পিঞ্জর ভাঙ্গা পাখি,
আমি না হয় ব্যথিত হৃদয়ে ভাসাব তরী
অকূলদরিয়ায়।
তবুও নীল বেদনায় তিক্তের স্বাদে,খুঁজে পাই আমি
অমৃতের ছোয়া।

কবি তোমার কবিতা আর উপন্যাস
ঠুকরে খাক ;
ভূবণ চিল আর শকুনের ঝাক,
তবুও সে সুখে থাক ; মুক্ত আকাশে ডানা ঝাপটাক।

LEAVE A REPLY