30 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি রাত ৩:০৫

[google-translator]
ভোলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা

ভোলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা

0
3

ভোলা নিউজ ২৪ ডটকম :: অবশেষে ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনায় মিস্টি বিতরন করেছে নেতাকর্মীরা। দলটির সাবেক সভাপতি গোলাম নবী আলমগীরকে আহবায়ক, পৌরসভার সাবেক মেয়র শফিউল রহমান কিরণকে যুগ্ম আহবায়ক ও সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়। মঙ্গলবার বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিতবিজ্ঞপ্তিতে এই ঘোষনা দেয়া হয়।

এদিকে কমিটি ঘোষনার সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য সচিব রাইসুল আলম এর নিজস্ব অফিসে ভির করতে শুরু করে। শুরু হয় মিস্টি বিতরন আর ফুল দিয়ে বরন করে নেয়ার পালা। এর মাঝেই আসেন যুগ্ন-আহবাযক শফিউর রহমান কিরন। এসময় নেতাকর্মীরা দলের নেতাকর্মীরা দলকে এগিয়ে নেয়া এবং আগামীর আন্দোলন বেগবান করার কথা ব্যস্ত করেন।

অপরদিকে এই কমিটি ঘোষনা নিয়ে দীর্য দিন ধরেই গুঞ্জনছিলো নেতাকর্মীদের মাঝে। কমিটি ঘোষনা নিয়ে বাকবিতন্ডাও কম ছিলো না। তবে শেষ পর্যন্ত কমিটি ঘোষনায় স্বস্তির নিশ্বাস ফেলে অনেকেই বলেছেন,দলে কোন ধরনের বিরোধ নয়। এখন সময় দল গুছিয়ে সবকিছু ভুলে সরকার বিরোধী আন্দোলনকে শক্তিশালী আর বেগবান করা।

 

LEAVE A REPLY