১০ ডিসেম্বরের ভুয়া খেলায় বিএনপি ব্যর্থ: কাদের

0
0

ভোলা নিউজ ২৪ ডটকম।। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরে ভুয়া খেলা হয়েছে। ১০ ডিসেম্বর ভুয়া, বিএনপির বিজয় মিছিল ভুয়া, তারেকের অপমানের ঘটনা ভুয়া।

আমির খসরু সাহেব ওয়াশিংটনে গেছেন, কী পেলেন সেখানে গিয়ে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সরকারকে নিষেধাজ্ঞা দিতে ওয়াশিংটন গেছেন। আমির খসরু কী পেলেন! যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ২০টি দেশের ৭০ জন এমপি-মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে। তারমধ্যে বাংলাদেশ নেই। ১০ ডিসেম্বর ব্যর্থ, আমির খসরুও ব্যর্থ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সতর্ক থাকবেন জঙ্গিরা মাঠে নেমেছে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে।

আাগমী ২৪ ডিসেম্বর বিএনপি গন্ডগোল পাকানোর উস্কানি দিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ২৪ তারিখে আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন মিছিল? প্রত্যাহার করুন, সংঘাতের উস্কানি দেবেন না।

তিনি আরও বলেন, পৃথিবীতে পাকিস্তান ছাড়া কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার দেশ নেই, বিএনপি যে দেশের কাছে নালিশ করেছে তাদের দেশেও তত্ত্বাবধায়ক সরকার নেই।

বেগম জিয়া বলেছিলেন—পাগল-শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক বোঝে না, তাহলে কেন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার আনবে, বিএনপির উদ্দেশে এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,  যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

LEAVE A REPLY