সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন

0
661
ইমতিয়াজুর রহমান।।
ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বার্ষিক  ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।  
আজ রোববার  (১৭ফেব্রুয়ারি) সকালে  কলেজ প্রাঙ্গনে ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।
পরে দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আর বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা শেষ হয় বিকাল ৫টায় প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরনীর মাধ্যমে।  
 
অনুষ্ঠানে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফীল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ গোলাম জাকারিয়া, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র  ঘোষ, প্রফেসর মু. রুহুল আমীন জাহাঙ্গীর, প্রফেসর ফখরুল আলম পাশা,কলেজটির বর্তমান উপাধ্যক্ষ প্রফেসার হেমায়েত উদ্দিন,এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, সরকারি মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো: এনায়েত উল্যাহ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: হুমায়ুন কবীর,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: ইব্রাহীম শামীম, উদ্ভিদ বিদ্যা বিভাগের  ফরিদুজ্জামান প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ১৬ টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ  গ্রহন করে।
 
অনুষ্ঠানে  প্রধান অতিথি  জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু বলেন, ক্রীড়া শারীরিকও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারন শিক্ষার পাশাপাশি  খেলাধুলা করা প্রয়োজন। এতে শরীর ও মন উভয় ভালো থাকে। খেলাধুলার পাশাপাশি লেখাপরায় মনোযোগি হতে হবে। আগামী দিনে  দেশের হাল ধরার আহবান জানান। 

LEAVE A REPLY