ভোলায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন

0
367

আদিল হোসেন তপু।। দিন দিন বয়াভহ আকারে বাড়ছে ডেঙ্গু  জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানী থেকে শুরু করে  জেলা শহর গুলোতেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর  সংখ্যা। তাই ডেঙ্গু  জ্বর সম্পর্কে মানুষকে সচেতন করতে ভোলা সিভিল সার্জেন এর উদ্যোগে সচেনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ জুলাই) সকালে ভোলা সদর হাসপাতাল কম্পাউডে চিকিৎসা নিতে আশা শতাধিক রোগীর মাঝে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন করেন ভোলা জেলা সিভিল সার্জেন ডা.  রথীন্দ্রনাথ মজুমদার। এসময় তিনি বলেন ডেঙ্গু জ্বরে আতংকিত হওয়ার কিছু নেই। কিছু নিয়ম কানুন মেলে চললে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে না। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা গ্রহন করেত হবে। বৃষ্টি হলে,কোথাও পানি জমে থাকলে এই মশা সহজে বিস্তার লাভ করে। তাই ঘরের কোন অংশে যেন পানি জমে না থাকে সেদিকে  খেয়াল রাখতে হবে।ছোট-বড় সবাই প্রচুর পানি পান করা কথা বলেন।পাশাপাশি সবাইকে মশারি টানিয়ে ঘুমানোর অভ্যাস করা, ঘরের ভেতরের তাপমাত্রা নাগালের মধ্যে রাখার চেষ্টা করা। এই রোগ প্রতিরোধে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। আর যদি আক্রান্ত হয়েও  থাকে ভয় না পেয়ে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র,হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহবান জানায়। ডেঙ্গু  জ্বরে আতঙ্কের কিছু নাই, বরং সতর্কতা এবং সবার  সচেতনতা প্রয়োজন বলে তিনি জানান।  গত ১ মাসে ভোলা ডেঙ্গু জ্বরে ১০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বর্তমানে ভর্তি আছে-৩ জন। এ সময় কর্মসূচিতে অংশ নেয় ডাক্তার ,নার্স, ক্লিনার, অফিস স্টাফ, বিভিন্ন সে¦চ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

LEAVE A REPLY