ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত ৭৪৬ আশ্রয়কেন্দ্র

0
14

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় ভোলার সাত উপজেলার ৭৪৬টি আশ্রয়কেন্দ্র ও এক হাজার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করা হচ্ছে।

এছাড়াও খোলা হয়েছে আটটি কন্ট্রোল রুম।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তৌফিক ইলাহী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় ১৩ হাজার ৬০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষদের জন্য শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

LEAVE A REPLY