ইন্টারনেটের মাধ্যমে ছাত্ররা আজ লক্ষ লক্ষ টাকা আয় করছে- এমপি শাওন

0
351

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ইন্টারনেটের জন্য দেশে আজ অনেক বেকারত্ব দূর হয়েছে। এদেশের গ্রাম-গঞ্জে ঘরে ঘরে ছেলে মেয়েরা ইন্টারনেট ব্যবহার করছে। এই ইন্টারনেটের মাধ্যমে আজ মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে। আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর জন্য।
সোমবার বিকাল ৪ টায় নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রাম কেন্দ্রে লার্নিং এন্ড আর্নিং এর আলোকে আউটসোর্সিং ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদেশে একদিন ইন্টারনেটের মাধ্যমে সবকিছু হবে। তখন খাতা-কলমের মূল্য থাকবে না। নূরুন্নবী চৌধুরী শাওন আই.সি.টি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে লালমোহন ও তজুমদ্দিনের মহিলাদেরকে ইন্টানেট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ইন্টারনেট ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হবে। পরে তিনি দ্বীপ বন্ধু মহিলা সাইবার ফোরামের সদস্যদের হাতে স্মার্টফোন তুলে দেন। সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দূর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন শিক্ষার্থীদের বলেন, যুব সমাজকে আইসিটি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। আইসিটি শিক্ষায় শিক্ষিত যুবক কখনো বেকার থাকতে পারে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাই যুব সমাজকে এ শিক্ষায় শিক্ষিত করে তুলতে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আরিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্দে, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটির পরিচালক মোঃ নজরুল ইসলাম শুভরাজ।

LEAVE A REPLY