তজুমদ্দিনে ধান কাটার মেশিন দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর

0
7

ভোলা নিউজ ২৪ ডটকম।। ভোলার তজুমদ্দিন উপজেলায় ধান কাটার মেশিন হারভেস্টার দেখতে গিয়ে ওই মেশিনের নিচে চাপা পড়ে মরিয়ম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের একটি কৃষি জমিতে এ ঘটনা ঘটে।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।নিহত শিশু মরিয়ম একই উপজেলার চাঁচড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া গ্রামের ইলেক্ট্রিশিয়ান মো. নুরুল ইসলামের মেয়ে।ওসি জানান, দুইদিন আগে চাচীর সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে আসে মরিয়ম। রোববার বিকেলে বাড়ির পাশের কৃষি জমিতে কৃষকরা হারভেস্টার মেশিন দিয়ে আমন ধান কাটছিলেন। এসময় শিশু মরিয়মসহ আরও কয়েকজন মেশিনটি দেখতে ভিড় জমায়। একপর্যায়ে অসাবধানতাবশত মরিয়ম মেশিনটির উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

LEAVE A REPLY