চরফ্যাসনে মেয়র ও কাউন্সিলরদের সাথে জলবায়ু ফোরামের আলোচনা

0
398

সোহেব চৌধুরী,ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলার চরফ্যাসনে মেয়র কাউন্সিলর নির্বাহি প্রকৌশলীর সাথে উপজেলা জলবায়ু ফোরামের সংলাপ হয়েছে। এসময় চরফ্যাসন পৌরসভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। কোস্ট ট্রাস্টের জেলা ব্যবস্হাপক রাশিদা বেগমের পরিচালনায় সংলাপে অংশ নেন পৌর সভার প্যানেল মেয়র আবু জাহের ভূইয়া,নির্বাহী প্রকৌশলী শামিম আহম্মেদ,আলাউদ্দিন কাউন্সিলর আকতারুল আলম সামু,জাহাঙ্গীর হোসেন কুতুব,মিজানুর রহমান মন্জু,তরিকুল ইসলাম মিলন,নজরুল ইসলাম কৃষান,সিরাজুল ইসলাম,আকবর হোসেনও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন।

 

পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ বলেন,জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, আমাদের উপকূলীয় দ্বিপ জেলা ভোলা সবচেয়ে বেশী ঝুকির মুখে।বিশ্বের উন্নত দেশগুলোর কার্বন নিঃস্বরনে আমাদের দেশ আজ ক্ষতিগ্রস্ত। আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে জলবায়ুর বিরূপ পরিবর্তন নিরসন করতে হবে। ভবিষ্যতে ক্লাইমেট ফাইনান্স প্রকল্পের কাজে গুনগত মান বজায় রেখে টেকসই উন্নয়নের আশ্বাস দেন তিনি। আগামীর বাংলাদেশ গড়তে জলবায়ুর পরিবর্তন ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসতে হবে।তবেই আমরা আগামীর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারবো।
কোস্ট ট্রস্টের ব্যবস্হাপক রাশিদা বেগম বলেন,জলবায়ু সংকট নিরসন করতে না পারলে জলবায়ুর বিরূপ প্রভাবে ঝুকিঁপূর্ন উপকূলীয় জেলা ভোলা, পটুয়াখালী, কক্সবাজার সহ উপকূলীয় জেলা বা অঞ্চলগুলো জলচ্ছাসে বিলীন হতে পারে।
বৃহস্পতিবার (২৭জুন২০১৯) দুপুর ১২টায় চরফ্যাশন পৌরসভার সভাকক্ষে চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি প্রভাষক অসীম তালুকদারের সভাপতিত্বে নাগরিক সমাজের জনপ্রতিনিধি মেয়র ও কাউন্সিলরদের অংশগ্রহনে উপজেলা জলবায়ু ফোরাম ও যুব জলবায়ু ফোরামের নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা জেলা জলবায়ু ফোরামের নির্বাহী সদস্য এম আবু সিদ্দিক চরফ্যাসন জলবায়ু ফোরাম সদস্য প্রভাষক কামরুজ্জামান,সামসুন্নাহার স্নিগ্ধা,প্রভাষক আফরোজা সখি ও যুব জলবায়ু ফোরাম সভাপতি মনির আসলামী, সিএফটিএম প্রকল্পের কর্মকর্তা রাজিব ঘোষ সহ হিসাব রক্ষক মোঃ ইব্রহিম প্রমুখ।

LEAVE A REPLY