আইনশৃঙ্খলা বিঘ্নকারীর সাজার মেয়াদ বাড়ল

0
336

বাসস : বিদ্যমান আইনের সংশোধনের প্রস্তাব করে সংসদে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৮ পাস করা হয়েছে। এতে অপরাধীর সাজার মেয়াদ পাঁচ বছর থেকে সাত বছর করা হয়েছে।

আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে বিদ্যমান আইনের ধারা ৪-এর উপধারা (১)-এ উল্লিখিত পাঁচ বছরের পরিবর্তে সাত বছর শব্দগুলো প্রতিস্থাপন করায় সাজার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে সাত বছর করা হলো।

এ ছাড়া বিলে বিদ্যমান আইনের ধারা ৮-এর উপধারা (২)-এ উল্লিখিত সরকার বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটকে উক্ত আদালতের বিচারক নিযুক্ত করবে শীর্ষক নতুন (২) উপধারা প্রতিস্থাপন করা হয়েছে।

জাতীয় পার্টির বেগম রওশন আরা মান্নান ও নূরুল ইসলাম ওমর বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

LEAVE A REPLY