প্রিজনভ্যানে হামলা, রাইফেল ভাঙচুর, দুজনকে ‘ছিনতাই’

0
362

ভোলা নিউজ ২৪ ডটনেট : রাজধানীর কদম ফোয়ারার মোড়ে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে বিএনপির কর্মীদের বিরুদ্ধে দুজনকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দুজনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

মারুফ হোসেন সরদার এনটিভি অনলাইনকে বলেন, ‘মিছিল থেকে হঠাৎই পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের রাইফেল ভেঙে ফেলে। সে সময় প্রিজনভ্যান থেকে দুজনকে ছিনিয়ে নেয় বিএনপির কর্মীরা।‘ এ ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয় বলেও জানান তিনি।

ডিএমপি কর্মকর্তা আরো বলেন, ‘সব সময়ই আমরা খালেদা জিয়ার হাজিরার দিন সতর্ক অবস্থানে থেকে ধৈর্য ধরি, আজও সেভাবেই ছিলাম। এমনকি আমরা তাদেরকে কোনো ধরনের উস্কানিও দেয়নি। কিন্তু তারা হঠাৎই হামলা চালায়।‘

পুলিশ জানায়, হামলার ঘটনার কিছুক্ষণ আগে হাইকোর্টের সামনে থেকে দুজনকে আটক করা হয়েছিল।

এ বিষয়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি।


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক আজ শুরু হয়েছে। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলায় যুক্তিতর্ক শুনানিতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুর ১২টার দিকে আদালতে হাজির হন বিএনপির প্রধান।

LEAVE A REPLY