বন্যায় একটি মানুষও না খেয়ে থাকবে না : ত্রাণমন্ত্রী

0
491

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত একটি মানুষও না খেয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কেউ বিনা চিকিৎসায় থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

আজ শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট হাইস্কুল প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার সক্ষম। আমাদের খাদ্যের অভাব নেই, টাকারও অভাব নেই। বন্যায় একটি মানুষও না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় থাকবে না। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলবে।’

বিএনপিকে ইঙ্গিত করে ত্রাণমন্ত্রী বলেন, ‘একদল সরকারকে, শেখ হাসিনাকে খাটো করার চেষ্টা করে। কিন্তু যে-যাই বলুক, আমরা সেগুলো কানে দেই না। আমাদের কাজ হলো মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তাই আপনাদের কষ্ট দূর না হওয়া পর্যন্ত ত্রাণতৎপরতা চলবে, পুনর্বাসন কর্মসূচি চলবে।’

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘সাহসের সঙ্গে সবাই মিলে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, সরকার আপনাদের পাশে আছে। আপনাদের কষ্ট দূর করতে সরকার সব করবে।’

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। পরে ত্রাণমন্ত্রী মেলান্দহ ও ইসলামপুর উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।

LEAVE A REPLY