তজুমদ্দিনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত ॥

0
526

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন :ভোলা নিউজ ২৪ ডটনেট :উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে পালিত হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮। দিবসটি উপলক্ষে গতকাল ২৩ জানুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন হাসান, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন, সফল দুগ্ধ খামারী মোঃ হাফেজ প্রমুখ। আলোচনা সভায় সেবা সপ্তাহ’র তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইন্দ্রজিৎ কুমার মন্ডল। সেবা সপ্তাহে উপলক্ষে তজুমদ্দিন প্রাণিসম্পদ দপ্তর যে সকল কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন তার মধ্যে রয়েছে, ২২ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে কৃত্রিম প্রজনন, টিকাপ্রদান, কৃমিনাশক ঔসধ বিতরণ, চিকিৎসাসেবা প্রদান ও ঘাসের কাটিং প্রদান। ২৩ জানুয়ারী র‌্যালি ও আলোচনা সভা। ২৪ জানুয়ারী চাচড়া ইউনিয়নের বিনামূল্যে কৃত্রিম প্রজনন, টিকাপ্রদান, কৃমিনাশক ঔষধ বিতরণ, চিকিৎসাসেবা প্রদান ও আড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্কুল ফিডিং প্রোগ্রামের মাধ্যমে ডিম ও দুধ খাওয়ানো হবে। ২৫ জানুয়ারী সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁদপুর ইউনিয়নের মনেজা খাতুর নুরানি মাদ্রাসার মাঠে বিনামূল্যে কৃত্রিম প্রজনন, টিকাপ্রদান, কৃমিনাশক ঔষধ বিতরণ, চিকিৎসাসেবা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়। পুরো অনুষ্ঠান স ালনা করেন তজুমদ্দিন প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন ডা. রতন কুমার ঘোষ। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার অর্ধশতাধিক খামারী অংশ নেয়।

LEAVE A REPLY