ভোলায় বাল্য বিবাহ প্রতিরোধে ফুটবল প্রতিযোগিতা

0
284

স্টাফ রিপোর্টার : বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় কিশোর ক্লাবের সদস্যদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুণ্ঠিত হয়।
রবিবার(১৪ জানুয়ারী) বিকালে ভোলা সদর উপজেলার নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল প্রতিযোগিতা অনুণ্ঠিত হয়। ইউনিসেফ এর সহায়তা কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের আয়োজনে কিশোর ক্লাবের সদস্যরা জবা ও শাপলা নামে দুটি দলে বিভক্ত হয়ে এই প্রতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয়।
খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পাড়ায় ট্রাইবেকারে গড়ায়। এতে জবা ক্লাব ৩-১ গোলের ব্যবধানে শাপলা ক্লাবকে পরাজিত করে। এসময় খেলায় উপভোগ করেন ইউনিসেফ এর নেপাল এর (কনসালটেন্ট) সাবরিনা রাগমি, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মমিনুনেছা শিখা, কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রজেক্ট সম্মনয়কারী মো: মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রস্ট আইসিএম সহকারী প্রকল্প সম্মনয়কারী দেবাশীষ মজুমদার,আইসিএম প্রকল্পের এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু, গেইম ফেসিলেটর সুমন. ইউনিয়ন সম্মনয়কারী খাদিজা আক্তার প্রমুখ।
এসময় কিশোর ক্লাবের সদস্য সুমন,মহিন,হাসনাইন,সাইদ,জাবেদসহ আরো অনেকে জানায়, খেলাধুলা প্রতিটি কিশোরকে সুস্থ সবল রাখে। এর মাধ্যমে মাদক,ইভটিজিং সহ সকল খারাপ কাজ থেকে কিশোরদের দূরে রাখে। বাল্য বিবাহ প্রতিরোধে খেলাধুলার আয়োজন সত্যিই প্রসংশনীয়। আমরা এর মাধ্যমে কিশোর সদস্যরা নিজেরা বাল্য বিবাহ সম্পার্কে সচেতন হবো। সবাইকে সচেতন করবো। আমাদের এলাকায় কোন মেয়ের ১৮ বছর আগে ও ছেলেদের ২১ বছর আগে বিয়ে হতে দিবেনা বলে কিশোর সদস্যরা শপথ নেয়।

LEAVE A REPLY