তজুমদ্দিনে বই বিতরন ও দোয়া অনুষ্ঠান

0
315

তজুমদ্দিন প্রতিনিধি ॥ তজুমদ্দিন উপজেলা সদরে প্রানী সম্পদ অধিদপ্তর সংলগ্ন এলাকায় নুরানী, হাফেজী ও সাধারণ শিক্ষা প্রদানের লক্ষে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে দারুস্সালাম মডেল মাদ্রাসায়। ২০১৮ সালে শিক্ষাবর্ষে নার্সারী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ভর্তি চলছে। ইতিমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে এই প্রতিষ্ঠানে। গতকাল অনুষ্ঠিত হয়েছে সবক ও দোয়া অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালালউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ওবায়দুল্লাহ নাসিম হাং, মাধমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, বিআরডিবি সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, চাপড়ী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান, মনপুরা সিঃ মাদ্রাসা উপাধ্যক্ষ মাওঃ জসিমউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভারভিউ কিন্ডার গার্ডেন পরিচালক ফরিদউদ্দিন। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন দারুস্সালাম মডেল মাদ্রাসার পরিচালক মাওঃ কেফায়েত উল্লাহ।

LEAVE A REPLY