আর অভিনয় নয়, আগ্রহ রাজনীতিতে!

0
553

 

শাকিল খান

 

১৯৯৭ সালে ‌‘আমার ঘর আমার বেহেস্ত’ চলচ্চিত্রের মাধ্যমে জমকালো অভিষেক হয়েছিল নায়ক শাকিল খানের। প্রায় দেড় শতাধিক চলচ্চিত্রের এই নায়ক এখন অবশ্য ঢালিউড থেকে বেশ দূরে। কারণ হিসেবে বেশ কিছু অভিমানের কথা জানিয়েছেন সম্প্রতি।
সেই অভিমান থেকেই অভিনয়ে আর ফিরে আসার সম্ভাবনা দেখেন না তিনি। তবে রাজনীতিতে সক্রিয় থাকবার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন শাকিল খান।
তিনি বলেন, ‘ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত আছি। তাই এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সে ভাবনা থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হতে চাই।’

ভবিষ্যতে অভিনয়ে নিজেকে আর না দেখালেও ক্যামেরার পেছনের কাজ নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে তার। সময় সুযোগ মিলে গেলে হয়তো নির্মাতা হিসেবেও দেখা যেতে পারে তাকে- এমন আভাসও দিয়েছেন তিনি।
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে জানা যাবে শাকিল খানের এ সব না জানা অনেক কথা। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

LEAVE A REPLY