ঢাকায় সুষমা স্বরাজ ‘প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার আগে’

0
485

ভোলা নিউজ ২৪ ডটনেট : ভারতীয় কূটনীতিতে প্রাধান্য পাওয়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার আগে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সততা ও নিষ্ঠার সঙ্গে দুই দেশ মিলে সমাধান করা হবে।’

আজ সোমবার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চেন্সারি ভবন এবং ভারতীয় অর্থায়নে বাংলাদেশের ১৫টি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সুষমা স্বরাজ এসব কথা বলেন।

সুষমা স্বরাজ জানান, দুই দেশের শীর্ষ ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিক নয়, পারিবারিক সম্পর্ক বিরাজ করছে।

ভারত ও বাংলাদেশের দেশাত্মবোধক গান আর নাচ দিয়ে স্বাগত জানানো হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিদের। ভারতীয় হাইকমিশনের নিজস্ব চেন্সারি ভবনের এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, আবুল হাসান মাহমুদ আলী এবং বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভারতীয় অর্থায়নে বাংলাদেশের ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন।

সুষমা স্বরাজ বলেন, ‘ভারতের কূটনীতিতে প্রতিবেশী দেশগুলো সব থেকে আগে প্রাধান্য পায়। আর এসব দেশের মধ্যে সবার প্রথমে আছে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সততার সঙ্গে দুই দেশ মিলেই সমাধান করবে। দুই দেশের প্রধানমন্ত্রীর বড় অবদানের কারণে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বাড়ছে।’

সুষমা স্বরাজের বিশ্বাস, এই গতিতেই দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে যাবে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ছিল দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো। আর তারই প্রমাণস্বরুপ চলতি বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেওয়ার আশা করছে তারা। দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের থেকে সবচেয়ে ভালো বলেও জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।’

এ সময় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও হিন্দি বিভাগের প্রধানদের হাতে ভারতের অনুদানের অর্থ দিয়ে ক্রয়কৃত সামগ্রী তুলে দেন সুষমা স্বরাজ।

LEAVE A REPLY