দৌলতখানে প্রাথমিক শিক্ষকদের একমাসেও মেলেনি বৈশাখী ভাতা

0
129

আবু নোমান রুমি: ভোলা জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার রুপালী ব্যাংক শাখার অধীনে সরকারী ঘোষণা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের জন্য বরাদ্দকৃত বৈশাখী ভাতা পাচ্ছেন না শিক্ষকরা। গত ৮ এপ্রিল অনুদান বন্টকারী ৪টি ব্যাংকে এ চেক পাঠানো হয়েছে বলে জানা যায়। ১৩ এপ্রিলের মধ্যে তারা টাকা তুলতে পারবেন বলে ঘোষণা প্রদান করার একমাস অতিবাহিত হওয়ার পরও ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি বলে জানান ভুক্তভোগী শিক্ষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, দৌলতখান উপজেলার রুপালি ব্যাংকের সকল শাখার শিক্ষকরা ভাতা উত্তোলন করতে পেরেছে,কিন্তু একমাস চলে গেলেও আমরাই এখনো পাইনি।এনিয়ে উপজেলা শিক্ষা অফিসের কোনো ভূমিকাই চোখে পড়ে নি। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো.হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,এ বিষয়টা সম্পর্কে আমি জানি।আমি ওনাদের বিল সই করে পাস করে দিয়েছি, সমস্যা হল আইদার্স লিংকে টাকা শো করছে না।বিষয়টা জানিয়ে নিয়ে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে অনেকবার যোগাযোগ করেছি। তথ্য মতে, স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতা দিতে প্রায় ১৩৮ কোটি টাকার মতো প্রয়োজন হবে। ২০১৯-২০২০ অর্থবছরে এ টাকা বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয়। উল্লেখ্য,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মূল বেতনের ২০% টাকা বৈশাখী ভাতা প্রদানের ঘোষনা দিয়েছেন সরকার।

LEAVE A REPLY