চরফ্যাশনে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

0
78

চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিবি হালিমা নামের এক নারী সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (৩মে) বিকেল ৩টায় চরফ্যাশন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় ওই নারী নুরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের চর তোফাজ্জল গ্রামে আমার স্বামী বজলুর রহমানসহ ছেলে মেয়ে নিয়ে বসবাস করি। আজ দুপুর বেলা ১টার সময় নুরাবাদ ইউনিয়নের মালেক দফাদারের ছেলে যুবলীগ সম্পাদক জসিম উদ্দিন দফাদার,হাসেম মাঝির ছেলে আব্দুল মালেক গংরা জমি সংক্রান্ত্র বিরোধকে কেন্দ্র করে আমার ২একর ২৮ শতাংশ জমি জোর পূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে রাখে। এবং আমার রোপনকৃত গাছপালা কেটে নেয়। যার মূল্য প্রায় ২০হাজার টাকা। এছাড়াও তারা আমাকে লাঠিসোটা দিয়ে মারধরসহ ফোলা জখম ও সাড়িরিক নির্যাতনসহ যৌন হয়রানি করে। এছাড়াও গত ২৯ তারিখ বুধবার সকালেও আমাকে ও আমার ভাই মিজান এবং কালামকে মারধরসহ নানানভাবে অত্যাচার নির্যাতন করে। আমরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪দিন চিকিৎসা নেওয়ার পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজ (৩মে) তাদের বাড়িতে যেতে বলে। আমরা চেয়ারম্যানের বাড়ি যাওয়ার সময় আমাকে মারধরসহ টানাহেচরা করে আমার পরিধেয় কাপর ছিড়ে ফেলে এবং শড়িরে কামর দেয়। আমি বিষয়টি স্থানিয় গণ্যমান্য ব্যক্তি বর্গকে জানিয়েছি। এবং সংবাদকর্মীদের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে সন্ত্রাসী জসিম উদ্দিনসহ আব্দুল মালেক,তুহিন,রাসেল গংরা যেন আইনের আওতায় আসে। অভিযোগের বিষয়টি অস্বিকার করে জসিম জানান প্রকৃত তথ্য বিশ্লেষণে ঘটনাস্থল পরিদর্শন করুন।

LEAVE A REPLY