দৌলতখানের চরপাতা ইউনিয়নের ৯৫০ জেলেদের ভিজিএফ চাল বিতরন

0
120
dav
ইমতিয়াজুর রহমান।। ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল  এমপি উপস্থিত থেকে জেলেদের মৎস ভিজিএফ এর চাল বিতরন করেন। ২ মে শনিবার চরপাতা ইউনিয়ন পরিষদ চত্বরে   ৯ নং ওয়ার্ডের ৯৫০ জেলের মাঝে ৪০ কেজি করে মৎস ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।  এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন  করোনার এই মহামারিতে সকলে সচেতন থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন।  আমাদের সরকার  ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিচ্ছে। আমি দৌলতখান ও বোরহানউদ্দিনে হটলাইন সার্ভিস চালু করেছি তাতে রাতের আঁধারে আপনাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আপনারা প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। এসয় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মাহফুজ হাছনাইন, ও দায়ীত্ব প্রাপ্ত তদারকি কর্মকতার পক্ষে(টেগ অফিসার)  একাডেমিক সুপারভাইজার রিনা খান ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যন হেলালউদ্দিন সহ ইউনিয়নের সকল  ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY