গার্মেন্টস চালুর ঘোষণায় দ্বিতীয় দিনের মতো ঢাকামুখী ভোলা-লক্ষীপুর ফেরীঘাটে শ্রমিকদের ভিড়

0
148

আদিল হোসেন তপু: গার্মেন্টসসহ কলকারখানা সীমিত পরিসরে চালুর ঘোষণায় ভোলা-লক্ষীপুর  ফেরিঘটাটে যাত্রীদের প্রতিদিন ভিড় বাড়ছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকেই ফেরিতে করে লক্ষীপুর হয়ে ঢাকা-চট্রগ্রাম যাওয়া যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। যাদের অধিকাংশ ঢাকা,চট্রগামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত
শ্রমিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে অনেকেই ঘাটে এলেঞ্চ ও স্পিডবোট
চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে ভোলা ছাড়তে চেষ্টা করে এসে নানা রকম
দুভোর্গে পরছে যাত্রীরা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা জরুরি
প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৩ টি
ফেরি সীমিত আকারে চলাচল করে। এই ফেরিতে করে যাত্রীরা পার হওয়ায়র চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ড তাদের বাধাঁ প্রদান করে যাত্রীদের আটকে দেয় বাড়ী পাঠিয়ে দিচ্ছে। কোস্ট গার্ড দক্ষিন এর প্যাটি অফিসার জাহিদ মিয়া জানায় করোনা
মোকাবেলায় আমরা কোন সদা প্রস্তুত রয়েছি। সংক্রমিত লোক জন এবং করোনা
আক্রান্ত লোকজন যাতে এক এলঅকা থেকে অন্য এলাকায় যেতে পারে তার জন্য
নিয়মিত টহল দিচ্ছি। উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাত্রীরা রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য এই ভোলা- লক্ষীপুর ফেরিঘাট নৌ-রুট ব্যবহার করেন যাত্রীরা।

LEAVE A REPLY