ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের হ্যান্ড ওয়াশ পয়েন্ট উদ্বোধন

0
141

করোনা প্রতিরোধে সতর্কতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  করোনা সংক্রমণ মোকাবেলায় ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে হোস্টেলের সামনে হ্যান্ড ওয়াশ পয়েন্ট এর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার এই হ্যান্ড ওয়াশ পয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসার মোঃ ইসরাফীল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মোঃ ফরিদুজ্জামান প্রমুখ। করোনা প্রতিরোধে বার বার হাত-মুখ ধোয়ার অভ্যাস গড়ে ে তোলার জন্য কলেজের ছাত্রী নিবাসের গেটে লিকুইড হ্যান্ড ওয়াশসহ দুটি বেসিন বসানো হয়েছে। ছাত্রী নিবাসটি শহরের মূল  কেন্দ্রে  এবং মূল রাস্তার পাশে থাকায় সাধারণ পথচারীরা বাজার, ব্যাংক ও মসজিদের মুসল্লিদের আসা যাওয়ার পথে হাত-মুখ ধোয়ার কাজটি করতে পারবে বলে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকগণ মনে করেন। কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাফীল  ছাত্রী নিবাসের পাহারাদারকে নিয়মিত পানি এবং লিকুইড সাবান সরবরাহ করার জন্য দায়িত্ব প্রদান করেন। এখানে নিয়মিত হাত ধোয়ে শহরে আশা মানুষ সুরক্ষা থাকতে পারবে বলে তারা জানায়।এর আগে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এর পক্ষ থেকে অসহায়-গরীব মানুষদের ভোলায় কর্মহীন অসহায়-গরীব ১৫০ জন মানুষদের পাশে দাড়িয়েছে । এসময় তারা তাদের মাঝে  ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ৩ কেজি আলু ও ১ লিটার  তেল বিতরন করা হয় তাদের মাঝে।

LEAVE A REPLY