ভোলায় বেশি দামে চাল বিক্রির অভিযোগে ৩৮ ব্যবসায়ীকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

0
388

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় করোনা ভাইরাস’ আতঙ্কের সুযোগে বেশি দামে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রির অভিযোগে ভোলায় ৩৮ ব্যবসায়ীকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে গত চার দিনে একই অভিযোগে ১১৮ ব্যবসায়ীর জরিমানা আদায় করা হল। এছাড়াও বোরহানউদ্দিনে হোম কোয়ারেন্টিন না মানায় এক প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলাসহ জেলার সাত উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিংয়ে নামেন। এ সময় বেশি দামে পণ্য বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে শুধু সদর উপজেলাতেই ২৯ ব্যবসায়ী থেকে তিন লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় বোরহানউদ্দিনে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে আদালত। এ নিয়ে গত চার দিনে ১৪ প্রবাসীকে ৮৪ হাজার জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

LEAVE A REPLY