বরিশালের কীর্তণ‌খোলা ১০ ও ফারহান ৯ ল‌ঞ্চের সংঘর্ষ নিহত-২

0
510

মেঘনা নদী‌তে ব‌রিশাল থে‌কে ঢাকাগামী দু‌ই ল‌ঞ্চের সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে বহু হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে। এছাড়াও কীর্তণ‌খোলা ল‌ঞ্চের যাত্রী একজন শিশু ও বৃদ্ধ নিহ‌তের ঘটনা জা‌নি‌য়ে‌ছেন ল‌ঞ্চের যাত্রীরা।

ত‌বে বিষয়‌টি শুন‌লেও নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছে না লঞ্চ কতৃপক্ষ।

‌রোববার দিবাগত রা‌ত দেড়টার দি‌কে ঢাকা ব‌রিশাল নৌ রু‌টের মা‌ঝেরচর এলাকায় ঘন কুয়াশার কার‌নে এই দুর্ঘটনা ঘ‌টে ব‌লে জানা গে‌ছে।

‌জানা গে‌ছে, কীর্তণ‌খোলা ১০ লঞ্চ‌টি ব‌রিশাল নদী বন্দর থে‌কে রা‌তে ঢাকার উ‌দ্দে‌শ্যে এবং ভান্ডা‌রিয়ার হুলারহাট থে‌কে ফারহান ৯ লঞ্চ‌টিও ঢাকার উ‌দ্দে‌শ্যে রওয়ানা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কীর্তণ‌খোলা ১০ ল‌ঞ্চের ম্যা‌নেজার ঝন্টু জানান, ফারহান লঞ্চ‌টির কো‌নো রাডার না থাকায় কুয়াশার ম‌ধ্যে কীর্তণ‌খোলা লঞ্চ‌টি‌র মাঝ বরাবর স‌জো‌রে ধাক্কা দি‌লে ল‌ঞ্চের বেশ ক্ষয়ক্ষ‌তি হয়। এছাড়াও অামরা শুন‌তে পে‌রে‌ছি দুইজন নিহত হ‌য়ে‌ছে এবং অাহতও র‌য়ে‌ছে অ‌নেক, ত‌বে নি‌শ্চিত হ‌তে পার‌ছি না। ল‌ঞ্চের কেউ ফোনও ধর‌ছে না।

এ বিষ‌য়ে জান‌তে ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইড‌ব্লিউ‌টিএ’র নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভা‌গের উপ প‌রিচালক অাজমল হুদা মিঠু সরকার‌কে একা‌ধিকবার কল করা হ‌লেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY