ফেসবুকে গলাকাটার গুজব অপপ্রচারে চরফ্যাশনে এক যুবক গ্রেফতার

0
759

এ আর সোহেব চৌধুরী,ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার চরফ্যাশনে কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে গলাকাটা ও ছেলে ধরা গুজবের অপপ্রচারের সুস্পষ্ট অভিযোগে চর মাদ্রাজ নিউটন এলাকার আলি হোসেনের পুত্র আঃ শহিদ হাওলাদার (৩০) কে তার বাড়ী থেকে বুধবার দুপুরে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামছুল আরেফিনের নেতৃত্বে এস আই খাইরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করে।


এ সময় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ধারায় জনস্বার্থে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন একটি চক্র পদ্মাসেতুর বাকী কাজ নির্মানে জন্য ১৮-২৫ বছরের মধ্যে ১ লক্ষ মানুষের গলাকাটা মাথা প্রয়োজন। এ মাথা সংগ্রহের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একাধিক চক্র বের হয়েছে।এমন গুজব ছড়ায় ফেসবুকে । দেশব্যাপি এই অপপ্রচারের অংশ হিসেবে আসামীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আঃ শহিদ হাওলাদারকে আদলতে প্রেরন করা হবে।

LEAVE A REPLY