ভোলায় কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষন শুরু

0
314

আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটনেট॥ ভোলায় কিশোরীদের জীবনমান বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ৩ দিন ব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার ভোলার হীড বাংলাদেশ টেনিং সেন্টারে ইউনিসেফ এর সহায়তায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের এর আয়োজনে ২৫ জন কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ১ম ব্যাচের এই প্রশিক্ষন শুরু হয়।

প্রশিক্ষন কোর্সের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন আইইসিএম প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মো: মিজানুর রহমান। প্রশিক্ষণের প্রধান সহায়ক হিসেবে দায়িত্ব পালন সুবীর কুমাড় সাহা। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার জিয়া উদ্দিন, এ্যাডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন।

প্রশিক্ষন কোর্স ফ্যাসিলেটর সুবীর কুমাড় সাহা বলেন, জীবন দক্ষতা হলো ব্যক্তির সাথে ব্যক্তির বা সমাজের সর্ম্পক বিষয়ক দক্ষতা যা বিভিন্ন সমস্যা উত্তরণে সাহায্য করে। ব্যক্তির নিজ জীবনের বা মনোগত সমস্যা সংকট উত্তরণের দক্ষতা। এ দক্ষতা শিক্ষার্থীর অন্তর্নিহিত সকল শক্তি ও সম্ভাবনার বিকাশ ঘটিয়ে জীবনের সকল ক্ষেত্রে সফল হওয়ার ভিত্তি তৈরি করে দেয়। জীবন দক্ষতা ধারণাটি সুস্বাস্থ্যের সাথেও সম্পর্কিত। এ দক্ষতাগুলো শিক্ষার্থীকে স্বাস্থ্য সুরক্ষামূলক আচরণ করতে এবং ঝুঁকি পূর্ণ আচরণ পরিহার করতে অভ্যস্ত করে নানা রকম রোগের সংক্রমণ থেকে নিরাপদ রাখে।

LEAVE A REPLY