ভোলায় ফনী ক্ষতিগ্রস্তদের পাশে এসপি মোক্তার হোসেন

0
320

রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ টোয়েন্টিফোর।।ভোলায় শুক্রবার মধ্যরাত থেকেই ঘূর্ণিঝড় ফণীর প্রভাব শুরু হয়। ভোলায় ফনীর প্রভাবে ভারী বৃষ্টি ও বাতাস হয়।ঘূর্ণিঝড় ফণীর আঘাতে জেলার সাত উপজেলায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বসতঘর। ভোলার সদর দঃদিঘলদী ইউনিয়ন ৮নং ওয়ার্ডে কোড়ালিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তেতুলিয়া নদীর পার বেড়িবাঁধে প্রায় অর্ধশত টিনের ঘর ভেংগে যায় ফনীর প্রভাবে।গাছ পড়ে ঘরচাপা পড়ে মারা গেছেন রাণী বেগম (৪৫) এক নারী। সেই খবর শুনে শনিবার সকালে  ঘূর্ণিঝড় ফনী আঘাতে ক্ষতিগ্রস্ত  মানুষের পাশে যে দাড়ায় পুলিশ সুপার মোক্তার হোসেন ।তিনি তাদের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন  ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোক্তার হোসেন পি পি এম সেবা।

সে সময় উপস্থিত ছিলেন, সদর থানা ওসি সগির মিয়া,দঃদিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

LEAVE A REPLY