টাঙ্গাইলে আবদুল্লাহ আল নোমান এখনই ব্যবস্থা না নিলে তীব্র খাদ্য সংকটের শঙ্কা

0
711

ভোলা নিউজ ২৪ ডটনেট : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে পর্যাপ্ত চালের মজুদ নেই। সরকার এখনই ব্যবস্থা না নিলে আগামীতে দেশে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। এমন পরিস্থিতিতে সরকারের কোনো প্রস্তুতি নেই। তিনি চালের দাম বৃদ্ধিতে খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদাসীনতাই দায়ী বলেও মন্তব্য করেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে জেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধনকালে এমন মন্তব্য করেন নোমান।

সাবেক মন্ত্রী নোমান বলেন, দেশে আজ গণতন্ত্রের লেশ মাত্র নেই। সরকার একদলীয় শাসন কায়েম করছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, ওবায়দুল হক নাসির প্রমুখ।

 

LEAVE A REPLY