বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে কাজ করবে যুক্তরাষ্ট্র: রবার্ট মিলার

0
250

ভোলা নিউজ২৪ডটনেট।।বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে এবং তা সামনে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করবো।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। এসময় তিনি ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এরপর জাদুঘরে সংরক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে রাখা শোক বইতেও স্বাক্ষর করেন মিলার।

১৯৭৫ সালের ১৫ আগস্ট এই বাড়িতেই সপরিবারের হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। সেসময় দেশের বাইরে থাকায় সৌভাগ্যবশত বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। পরে এই বাড়িটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়। 

LEAVE A REPLY