দৌলতখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব’র উদ্বোধন

0
484

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন ডিগ্রি মহাবিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্ধোধন করা হয়। শুক্রবার দুপুরে কলেজ কম্পাউন্টে এই ল্যাব এর উদ্বোধন করেন ভোলা-২ আসনের এমপি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় সদস্য আলী আজম মুকুল। পরে তিনি ল্যাব এর আনুষ্ঠানিক কার্যক্রম ঘুরে দেখেন। এসময় এমপি আলী আজম মুকুল বর্তমান সরকার ডিজিটাল শিক্ষার প্রসার ঘটানোর জন্য প্রতি স্কুল ও কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কার্যক্রম চালু করছে। এর ফলে ডিজিটাল ল্যাব এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি উপর শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আরো  উন্নতি অর্জন করতে পারবে।
তিনি আরো বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। প্রাথমিক স্কুলকেও ডিজিটাল ল্যাবের আওতায় আনা হচ্ছে। এর সফুল পাবে সকল শিক্ষার্থী । কলেজের অধ্যক্ষ নূরে আলম সভাপত্বি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুরুল আলম খান, ভোলা চেম্বার অব কমার্স এর পরিচালক মো: শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিকুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY